আজকাল ওয়েবডেস্ক: জীবনের স্বাভাবিক রোজনামচায় মানসিক অবসাদ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু ছোট ছোট বিষয়েই যদি আপনার স্ট্রেস বাড়ে, অল্পতেই যদি মেজাজ খিটখিটে হতে থাকে সমস্যা গভীর। হতে পারে পেরিমেনোপজ সমস্যায় ভুগছেন আপনি।
একটা বয়সের পরে মেনোপজ মহিলাদের জন্য খুবই স্বাভাবিক। একটা সময়ের পরে মহিলাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। স্বাভাবিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়। মেনোপজ শুরু হওয়ার আগে প্রায় ১২ মাস অনিয়মিত ঋতুচক্র চলতে থাকে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ২-৬ বছর ধরে চলে। এই সময় মহিলাদের শরীরে বেশ কিছু হরমোনের পরিবর্তন হয়। ফলে বাড়তে থাকে মানসিক অবসাদ। মেজাজ খিটখিটে হয়ে যায়।
চিকিৎসকের মতে, পেরিমেনোপজ শুরু হয় সাধারণত ৪০ বছরের পরে। কারও কারও ক্ষেত্রে পেরিমেনোপজ শুরু হলেও ঋতুচক্র স্বাভাবিক থাকে। এই সময় ইস্ট্রোজেন ক্ষরণে অস্বাভাবিকত্ব দেখ দেয়। জটিলতা বাড়ে এই কারণে। মস্তিষ্কের বিভিন্ন অংশে বিভিন্ন হরমোন রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলি আমাদের হরমোনগুলির থেকে নির্দেশাবলী গ্রহণ করে নিউরোট্রান্সমিটার দিয়ে শরীরের কোষগুলিতে পৌঁছে দেয়। ইস্ট্রোজেন ক্ষরণে তারতম্য হলে ঘুমের অভাব ঘটাতে পারে। রাতে ঘুমের মধ্যে ঘামের সমস্যা হয়। প্রোজেস্টেরন ক্ষরণ কমে গেলেও উদ্বেগ এবং ঘুমের সমস্যা বাড়ে।